Wednesday, 5 April 2017

ময়মনসিংহ শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক

 ব্রহ্মপুত্র নদের তীরে ময়মনসিংহ শহরবাসীর অন্যতম বিনোদনের জায়গা শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক। সকাল থেকে রাত অবধি এই পার্কে থাকে সব বয়সী মানুষের আনাগোনা। ব্রহ্মপুত্র নদের উপর সোনালী রোদ। বাতাসে মহুয়ার ঝিম। নদের মাঝে পালতোলা নৌকা। স্বচ্ছ পানি।
 সবার জন্য উন্মুক্ত। ব্রম্বপুত্র নদের তীর ঘেষা তাই, নদের শীতল বাতাস মুগ্ধ করবেই।

No comments:

Post a Comment