Saturday, 7 November 2015

মাইক ফুল

আমাদের গ্রাম বাংলার পরিবেশ রখ্যায় এই ফুল অনেক ভূমিকা পালন করে যাচ্ছে । এই গাছ গুলো পুকুর ,খাল ,বিল ও নদীর পারে পাওয়া যায় ।এই গাছের ফুল মাইক এর মত দেখতে তাই এর নাম মাইক ফুল রাখা হইছে।এই গাছের ফুল গুলো সাদা ও গুলাপী রঙের হয়।

No comments:

Post a Comment