Sunday, 15 November 2015

তুকমা ফুল

আমাদের দেশের ঝোপ ঝাড়ে এই জংলী ফুলের গাছে প্রায়ই দেখা যায়। ছোট ছোট নীল রঙের ফুল খুব একটা আকর্ষনীয় না। তাই আমাদের চোখেও খুব একটা পরে না। সম্পূর্ণ গাছ্টাতেই একটা উগ্র গন্ধ আছে।  এই গাছকে আমরা তুকমা গাছ বলেই চিনি। ছোট ছোট তুকমার বিচি পানিতে ভিজিয়ে রাখলে ফুলে ফেপে সাদা ভাতের মতন আকার ধারণ করে । তুকমার শরবতে  অনেক  পুষ্টিকর উপাদান পাওয়া যায় ।

No comments:

Post a Comment