Sunday, 20 November 2016

ছাগল

ছাগল এক প্রকারের গৃহপালিত যুগ্ম-খুর-যুক্ত চতুষ্পদ তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী। এদের গায়ের স্বন নানা রঙের হয়ে থাকে।। কিছু ছাগল বছরে দু’বার বাচ্ছা দেয়। একবারে ২/৩ টি বাচ্ছা একবারে প্রসব করে। ছাগল পালন একটি লাভজনক পেশা। ছাগলের দুধ পুস্টিকর খাবার। ছাগলের নানা জাত রয়েছে, যার মধ্যে ব্ল্যাক বেঙ্গল খুব সাধারণ। এরা সাধারনত ২/৩ ফুট লম্বা হয়ে থাকে।

No comments:

Post a Comment