Sunday, 6 November 2016

ষাঁড়

ষাঁড় কখন যে কী করে, তা কে বলতে পারে! শরীরে তার অসীম তাকত। সেই তাকতের আস্ফালন দেখিয়ে সে ক্ষ্যাপার মতো মাঠময় চরে বেড়ায়। হাম্বাস্বরে দুনিয়া কাঁপায় আর শিংয়ের গুঁতোয় ঘাস-মাটি-আল সব ফালা ফালা করে। বিশেষ করে তরুণ ষাঁড়ের মধ্যেই এমন মারমুখী আচরণ বেশি দেখা যায়।

No comments:

Post a Comment